• 25 Apr, 2024

নড়াইলের দীপ্ত সাহা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেফতার ৪ জন

নড়াইলের দীপ্ত সাহা হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন, গ্রেফতার ৪ জন

নড়াইলের দীপ্ত সাহা(২২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই।

নড়াইলের দীপ্ত সাহা(২২হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন  হত্যায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই।উদ্ধার করা হয়েছে দীপ্ত সাহার মোটরসাইকেল।গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

রোববার(২৬ ফেব্রুয়ারিবিকেল ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাত কেজি তামার তারসহ মনিরুলকে আটক করা হয়।

আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করেন।


আনসার ব্যাটালিয়ন--এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়।তার শরীরের সঙ্গে লুকিয়ে রাখা সাত কেজির বেশি আর্থিং কপার ক্যাবল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য  হাজার ৫০০ টাকা।


কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলাপূর্বক জব্দ তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।এ নিয়ে গেল বছরের মে থেকে  পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লাখ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৪১ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।