‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলের দীপ্ত সাহা(২২) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন ও হত্যায় জড়িত থাকার অভিযোগে চার জনকে গ্রেফতার করেছে যশোর পিবিআই।
রোববার(২৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে বিদ্যুৎকেন্দ্রের প্রধান গেট থেকে গোপন সংবাদের ভিত্তিতে সাত কেজি তামার তারসহ মনিরুলকে আটক করা হয়।
আটক মনিরুল কুষ্টিয়া জেলা সদরের সস্থিপুর গ্রামের মৃত মমিন উদ্দিনের ছেলে এবং ওই বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক হিসেবে কাজ করেন।
আনসার ব্যাটালিয়ন-৩-এর অধিনায়ক চন্দন দেব নাথ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন শ্রমিক মনিরুলকে তল্লাশি করা হয়।তার শরীরের সঙ্গে লুকিয়ে রাখা সাত কেজির বেশি আর্থিং কপার ক্যাবল জব্দ করা হয়।যার আনুমানিক মূল্য ৩ হাজার ৫০০ টাকা।
কেন্দ্র কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী মামলাপূর্বক জব্দ তারসহ মনিরুলকে রামপাল থানায় সোপর্দ করা হয়েছে।এ নিয়ে গেল বছরের মে থেকে এ পর্যন্ত ৫৩টি অভিযানে প্রায় ৫৮ লাখ ১৯ হাজার ৮০০ টাকার চোরাই মালামাল জব্দ করা হয়েছে। সেই সঙ্গে ৪১ জন চোরাকারবারিকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।