মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে নড়াইল জেলা প্রশাসন কর্তৃক পরিচালিত এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময়ে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সদরের নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্চিতা বিশ্বাস।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উক্ত স্কুলের শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশগত বাস্তবতা, ভৌত অবকাঠামো ও সাংগঠনিক মান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মরত অন্যান্যদেরকে প্রদেয় বিভিন্ন পরিষেবা ইত্যাদি পর্যবেক্ষণ করেন।
বিয়াম স্কুল পরিদর্শনের পাশাপাশি এ স্কুলের শিক্ষকমন্ডলী এবং শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দের সাথেও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মতবিনিময় করেন। এসময়ে স্কুলের প্রয়োজনীয় সংস্কার, স্কুল সীমানার অন্তর্গত ভূমির সুষ্ঠু ব্যবস্থাপনা, পাঠদান কার্যক্রমের সার্বিক মানোন্নয়নের বিষয়ের উপর আলোচনা করা হয়।
মতবিনিময়কালে কোমলমতি শিশু-কিশোরদের প্রমিত বাংলা ভাষা চর্চা, ইংরেজি গ্রামার ও গণিতের মতো পাঠ্য বিষয়গুলোতে অধিকতর মনোযোগী হওয়ার পাশাপাশি তাদের সুকুমার বৃত্তিমূলক প্রতিভার বিকাশ, উত্তম চরিত্র গঠন ও মানবিক গুণাবলি অর্জনের ওপর গুরুত্বারোপ করেন জেলা প্রশাসক। সেই সাথে মোবাইল আসক্তির মতো ক্ষতিকর যাবতীয় অভ্যাস থেকে শিক্ষার্থীদেরকে দূরে রাখতে অভিভাবকদেরকে আরও সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি।