নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালিত
স্টাফরিপোর্টার:নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালন “এক ভুবন এক ভাষা’ চাই সার্বজনীন ইশারা ভাষা”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
স্টাফ রিপোর্টার : নড়াইলের মাইজপাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বাসনা মল্লিককে ধর্ষণ শেষে মুখে বিষ ঢেলে হত্যার ঘটনায় বিবৃতি দিয়েছে জাতীয় মহিলা পরিষদ এবং সামাজিক প্রতিরোধ কমিটির ৬৬ টি সংগঠন।
বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) সকালে ৬৬টি বেসরকারী সংগঠনের পক্ষ থেকে নড়াইলের জেলা প্রশাসক শারমিন জাহান আক্তারের নিকট স্মারকলিপি প্রদান করেন সংগঠন দুটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে জেলা পুলিশ সুপার কাজী এহসানুল কবীরের নিকট তারা বাসনা মল্লিক ধর্ষন ও হত্যাকান্ডের ঘটনায় স্মারকলিপি প্রদান করেন।
সংগঠনের নারী নেত্রীরা পরে মাইজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পরিষদের সদস্যদের সাথে এ ঘটনা সম্পর্কে জানতে চান এবং কিছু পরামর্শ দেন তারা। পরে প্রয়াত বাসনা মল্লিকের বাড়িতে পরিবারের খোঁখবর নেন এবং আইন সহায়তা প্রদান সহ ন্যায্য বিচারের জন্য সার্বি ক সহযোগিতার আশ্বাস দেন নারী নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে জাতীয় মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির আন্দোলন বিষয়ক সম্পাদক রাবেয়া খাতুন শান্তি বলেন, এটা কেবলমাত্র একজন নারী হিসেবে নয় উনি একজন নারী স্থানীয় সরকারের জনপ্রতিনিধি, যাকে হত্যা করা মানে একটি প্রতিষ্ঠানের উপর আঘাত করা। যতক্ষণ না পর্যন্ত এই জঘন্য হত্যাকান্ডের বিচার না হবে ততক্ষণ আমরা মাঠে থাকবো।
বাংলাদেশ মহিলা পরিষদ ছাড়াও আইন ও শালিশ কেন্দ্র, উই ক্যান, একশন এইড, কর্মজীবি নারী, ব্র্যাক সহ মোট ৬৬ সংগঠন একত্রে এই বিবৃতি দেয়।
এ সময় উপস্থিতি ছিলেন, জাতীয় মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির আন্দোলন বিষয়ক কমিটির সম্পাদক জনা গোস্বামী, লিগা এইড, বিএসপি’র সহকারি পরিচালক এ্যাভোকেট ফাতেমা খাতুন, লিগা এইড, বিএসপি’র কর্মকর্তা সৌমিক শরীফা শাওন, জাতীয় মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য হাববিা শেফা, সহ সাধারণ সম্পাদক সুলতানা রহমান জলি, মহিলা পরিষদ যশোরের উম্মে মাকসুদা, জেলা পুজা উদযাপন কমিটির সাবেক সভাপতি অশোক কুন্ডু, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম (এইচআরডিএফ ) নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদস্য স্বপ্না রানী রায়, মাইজপাড়া ইউপি চেয়ারম্যান, সদস্যবৃন্দ।
নড়াইলের জেলা প্রশাসক শারমীন আক্তার জাহান নারী নেত্রীদের আশ্বস্থ করে বলেন, আমাদের তরফ থেকে এই ঘটনার দোষীদের বিচারে কোন ছাড় দেয়া হবে না, এটার সঠিক বিচার না হলে অন্যরাও এই ধরনের ঘটনা ঘটাবার সাহস পেয়ে যাবে।
গত ২৪ ডিসেম্বর পাওনা টাকা নিতে দৌলতপুর গ্রামের মুক্তার মোল্যা বাড়িতে যান বাসনা মল্লিক। সেখানে স্থানীয় যুবক রাজিবুলের সাথে অনৈতিক সম্পর্কের নাটক সাজিয়ে ফারুক মোল্যা, রজিবুল মোল্যা, চঞ্চল মোল্যা, শফিকুল ও কিবরিয়া পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও ধারন করা ও তা ছাড়িয়ে দেবার ভয় দেখিয়ে ধর্ষ করা বাসনার নিকট ২ (দুই) লক্ষ টাকা দাবী করে। ওই সময় বাসনা মল্লিক প্রতিবাদ করায় জোর করে তার মুখে বিষ ঢেলে দেয়। ২৭ ডিসেম্বর দুপুরে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।
বাসনা মল্লিক মাইজপাড়া ইউনিয়নের সংরক্ষিত ১ নং ওয়ার্ড ইউপি সদস্য, পোড়াডাঙ্গা গ্রামের নেপাল মল্লিকের স্ত্রী। এ ঘটনায় বাসনা মল্লিকের ছেলে রিংকু মল্লিক বাদী হয়ে ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করে,ইতিমধ্যে পুলিশ একজনকে গ্রেফতার করেছে।
স্টাফরিপোর্টার:নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস পালন “এক ভুবন এক ভাষা’ চাই সার্বজনীন ইশারা ভাষা”এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বাংলা ইশারা ভাষা দিবস-২০২৫ পালিত হয়েছে।
স্টাফ রিপোর্টার: নড়াইলে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার ৬টি ম্যুরাল ও ছবি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি ) দুপুরে এসব ম্যুরাল ভেঙ্গে ফেলা হয়।
'কৃষিই সমৃদ্ধি' এ পতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে ৩দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে।