• 14 Dec, 2024

নড়াইলে যুবকের লাশ উদ্ধার

নড়াইলে যুবকের লাশ উদ্ধার

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গায় দীপ্ত সাহা নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

নড়াইল সদর উপজেলার হোগলাডাঙ্গায় দীপ্ত সাহা নামে এক যুবককে হত্যা করে মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।শনিবার(২৫ ফেব্রুয়ারিবেলা ১১টার দিকে সদর উপজেলার হোগলাডাঙ্গা শ্মশানের পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধারকরে।

জানা গেছেহোগলাডাঙ্গা গ্রামের ডিম ব্যবসায়ী দিনোবন্ধু সাহার ছেলে দীপ্ত সাহা শুক্রবার বিকাল ৪টার দিকে তার এ্যাপাসি মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়।রাতে হোগলা ডাঙ্গায় নামযজ্ঞ অনুষ্ঠানে কেউ কেউ তাকে দেখলেও রাতে আর বাড়ি ফিরে আসেনি। আজ (শনিবারসকাল ১১টার দিকে হোগলাডাঙ্গা শ্মশানের পাশের ঘেরে মৃতদেহটি ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসিমাহমুদুর রহমান জানানধারণা করা হচ্ছে ওই যুবককে শ্বাসরোধ করে হত্যার পর তার মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়া হয়েছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।