• 26 Apr, 2025

নড়াইলে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান: ১৪ মামলা, ১১ মোটরসাইকেল আটক

নড়াইলে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযান: ১৪ মামলা, ১১ মোটরসাইকেল আটক

নড়াইল শহরের কুড়িগ্রাম এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ১৪টি মামলা দায়ের এবং ১১টি মোটরসাইকেল আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে নড়াইল-যশোর সড়কে চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, অভিযানে প্রয়োজনীয় কাগজপত্র না থাকা, ট্রাফিক আইন অমান্য এবং সন্দেহজনক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে এসব ব্যবস্থা নেওয়া হয়। এসময় বিভিন্ন যানবাহন থেকে মোট ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নড়াইলের গুরুত্বপূর্ণ এই সড়কটি মাদক ও অবৈধ পণ্য পরিবহনের জন্য ব্যবহৃত হয়ে আসছে বলে আইনশৃঙ্খলা বাহিনীর দাবি। অভিযানে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টিম বাস, ট্রাক, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায়।

অভিযানটি পরিচালনা করেন নড়াইলে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর এম এম জিল্লুর রহমান। তার নেতৃত্বে যৌথ বাহিনী সড়কে তৎপরতা চালায়, যার ফলে অসাধুদের মধ্যে এক ধরনের আতঙ্ক সৃষ্টি হয়।