• 15 Jun, 2024

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

নড়াইলের সদর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীর মোল্যা (৩৫) এবং নাজমুল মোল্যা (৩০) কে ৯০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আলমগীর নড়াইল সদর উপজেলার বিলডুমুরতলা গ্রামের কুবাদ মোল্যার ছেলে এবং নাজমুল নড়াইল সদর উপজেলার হাড়িভাঙ্গা গ্রামের আসাম মোল্যার ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে,গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২১ আগস্ট) রাতে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে নড়াইল সদর থানার এসআই(নিঃ) শাহ আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এই সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে। এই ব্যাপারে নড়াইল সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন বলেন,আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।