• 08 Sep, 2024

নড়াইলে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

নড়াইলে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত

দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধ, চাঁদাবহীন পেনশন, পূর্ণরশনিং ব্যবস্থা চালু, দুর্নীতিবাজদের গ্রেফতারের দবীতে নড়াইলে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

স্টাফ রিপোর্টার।।দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধচাঁদাবহীন পেনশনপূর্ণরশনিং ব্যবস্থা চালুদুর্নীতিবাজদের গ্রেফতারের দবীতে নড়াইলে ওয়ার্কার্স পার্টির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।সভায় দ্রব্যমূল্যের উর্দ্ধগতিরোধচাঁদাবহীন পেনশন দাবী আদায়ের লক্ষ্যে জেলায় লাগাতার বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। তবেকবেকখন এবং কোথায় কর্মসূচি পালন করা হবে তা স্পষ্ট করে বলা হয়নি ওই সভায়।

শুক্রবার(১৭ ফেব্রুয়ারিসকাল ১১টায় নড়াইল ক্লাবে জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলামের সভাপতিত্বে কর্মীসভায় এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড অ্যাডভোকেট মিজানুর রহমান।

অন্যান্যের বক্তব্য রাখেননড়াইল জেলার সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আমিরুল ইসলামসহকারি অধ্যাপক মলয় কান্তি নন্দীসদরের ওয়ার্কার্স পার্টির সভাপতি শাহাজান মৃধাসাধারণ সম্পাদক স্বপ্না সেনলোহাগড়ার সাধারণ সম্পাদক আকমল হোসেনজেলা ছাত্রমৈত্রীর আহবায়ক রুবেল হোসেন,জেলা পেনশন আন্দোলনের সাধারণ সম্পাদক সাথী তালুকদারকৃষক নেতা প্রফেসর আতিয়ার রহমানকৃঞ্চপদ বিশ্বাসকন্দ্রীয় ছাত্রমৈত্রীর সহসভাপতি বিকাশ চন্দ্র মন্ডলসহ প্রমুখ।

সভা শেষে সম্প্রতি সড়ক দুর্ঘটনায় বাকড়ী স্কুল এবং ওই এলাকার সকলের প্রিয় মানুষ গকুলের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ   মিনিট নিরাবতা পালন করা হয়।