• 29 Mar, 2024

নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

নড়াইলে ভুয়া ডিজিএফআই সদস্য গ্রেপ্তার

নড়াইলে সোহেল রানা (২৫) নামে এক ভুয়া ডিজিএফআই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সে সদর উপজেলার শংকপুর-ফুলবাড়ি গ্রামের ওহিদুর রহমান মোল্যার ছেলে।বৃহস্পতিবার বেলা ১১টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।এর আগে বুধবার রাতে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নড়াইল পৌরসভার মহিষখোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ বাদী হয়ে থানায় সোহেল রানার বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেন। ওই রাতেই তাকে পুলিশ গ্রেপ্তার করে।

পুলিশ জানায়সোহেল রানা নিজেকে সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন এলাকার লোকজনকে সেনাবাহিনীতে চাকরি দেয়ার কথা বলে টাকা আত্মসাৎ করেছে।এছাড়া সেনাবাহিনীর সদস্য পরিচয়ে জেলার কালিয়া থানার জামরিল ডাঙ্গা গ্রামের মফিজার গাজীর মেয়ে ঝর্ণা আক্তারকে বিয়ে করে। বিয়ের পর সদর উপজেলার মহিষখোলা এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন তিনি।প্রতরাণার বিষয়টি জানাজানি হলে সম্প্রতি তাদের তালাক হয়।পরে সেই পরিচয়ে আরেকটি বিয়ে করতে গেলে ধরা পড়েন সোহেল।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিমাহমুদুর রহমান বলেনতদন্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।