• 14 Dec, 2024

নড়াইলে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল ও ভোগকৃত অর্থ ফেরতের দাবীতে মানববন্ধন

নড়াইলে ভূয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল ও ভোগকৃত অর্থ ফেরতের দাবীতে মানববন্ধন

ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের দাবীতে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার (০৩ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধনের আয়োজন করে “প্রকৃত মুক্তিযোদ্ধা ছাত্র ও সচেতন নাগরিক সমাজ”।

মানববন্ধনে বক্তারা মুক্তিযোদ্ধা পরিচয়ে ক্ষমতা অপব্যবহারকারী এনামুল কবীর টুকুসহ সকল ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলের আহবান জানান। একই সাথে তাদের অর্জিত রাষ্ট্রীয় ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ফেরত প্রদানের দাবী জানান হয়।

এ সময় বক্তব্য রাখেন, ১৯৭১ সালে যুদ্ধকালীন কমান্ডার শাহিদুর রহমান সেলিম, পেড়লি ইউনিয়ন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা তবিবুর রহমান মোল্যা, মুক্তিযোদ্ধা শেখ আজিবর রহমান, মুক্তিযোদ্ধা রুনু হোসেন, বিশিষ্ট লেখক কবি এইচ এম সিরাজ।

মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, সাংবাদিক জহির ঠাকুর, জিয়াউর রহমান জামী, হাফিজুল করিম নিলু, তানজির হোসেন ও ছাত্র প্রতিনিধি নাসিম উদ্দিন সাকিব।

06-5.jpgপরে ভূয়া মুক্তিযোদ্ধাদের সনদ বাতিলসহ ভোগকৃত অর্থ ফেরতের দাবীতে জেলা প্রশাসক ও নড়াইল সদরের নির্বাহী অফিসারের নিকট স্মারকলিপি প্রদান করেন ছাত্র সমাজের প্রতিনিধি ও বীর মুক্তিযোদ্ধারা। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রিপন বিশ্বাস ও জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান সুষ্ঠ তদন্তের আশ্বাস দেন।