• 23 Jan, 2025

নড়াইলে ভোক্তার অভিযানে দু’টি প্রতিষ্ঠানে জরিমানা দশ হাজার

নড়াইলে ভোক্তার অভিযানে দু’টি প্রতিষ্ঠানে জরিমানা দশ হাজার

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ভোক্তার বাজার তদারকিতে দুটি প্রতিষ্ঠানকে দশ হাজার টাকা জরিমান করা হয়েছে। বুধবার (০৮ জানুয়ারি) সাড়ে ১২টার দিকে নড়াইল সদরের মাইজপাড়া বাজারের মেসার্স সততা স্টোর ও মেসার্স নন্দী সুইটস এন্ড রেস্টুরেন্ট এ অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, নড়াইল সদরের মাইজপাড়া বাজারের মেসার্স সততা স্টোর ও মেসার্স নন্দী সুইটস এন্ড রেস্টুরেন্ট এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মুদি ব্যবসায়ী মেসার্স সততা স্টোরে মূল্য তালিকা না থাকায় এবং পণ্যের মোড়কে মূল্য না থাকায় তাকে ভোক্তা আইনের ৩৮ ধরায় ৫,০০০ (পাঁচ হাজার) টাকা এবং মেসার্স নন্দী সুইস্ট এন্ড রেস্টুরেন্টের মিষ্টি উৎপাদিত কোন পণ্যের বিএসটিআই-এর অনুমোদন না থাকা এবং মূল্য তালিকা সুস্পষ্ট তথ্য না থাকায় একই ধারায় তাকে ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা করা হয়।    

nrailknth-8-januyari-2025-01.jpg

মেসার্স নন্দী সুইটস এন্ড রেস্টুরেন্ট

এরপর ভোক্তার বাজার তদারকি মাইজপাড়া ইউনিয়নে বিশ্ব রাইস মিল ও মিত্র রাইস মিল তদারকি করা হয়। এ সময় এ দুইটি রাইস মিলে কোন উৎপাদন প্রক্রিয়া কার্যক্রম দেখা যায়নি।

রাইস মিল তদারকি সম্পর্কে ভোক্তার নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান জানান, মিলারদেরকে ইতিমধ্যে জানানো হয়েছে মিল গেট থেকে চাউলের বস্তার ওজন, বস্তা প্রক্রিজাতকরণের তারিখ ও মূল্য বস্তার উপর সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে। আমরা ইতিমধ্যে কয়েকটি বাজার তদারকিতে গিয়ে দেখেছি অধিকাংশ দোকানে চাউলের বস্তার উপর এমআরপি নেই। সে কারনে নড়াইলের মিল গুলোকে আমরা প্রাথমিকভাবে বিষয়টি সতর্ক করে যাচ্ছি। পরবর্তীতে মিলাররা নিয়ম মেনে বস্তা প্রক্রিয়াজাত না করলে ভোক্তা আইনে সকলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ ছাড়া ওই বাজারে আরো কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান তদারকি করা হয় এবং ভোক্তা অধিকার সংরক্ষণ বিষয়ে সকলকে সতর্ক করা হয়।  

এসময় উপস্থিতি ছিলেন জেলা ক্যাবের সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, একজন পুলিশের এসআই ও একজন সদস্য।