নাকশী হাটে মেসার্স বুরহান স্টোরকে ভোক্তা আইনের ৩৮ ধারায় ৫০০ শত টাকা, গারুচোরা বাজারের মিষ্ঠান্ন ব্যবসায়ী কাজল সাহাকে দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা আইনের ৩৮ ধারায় ১০০০/- টাকা এবং নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ঔষধ ব্যবসায়ী মেসার্স কাজী মেডিসিন কর্ণারে মেয়াদোর্ত্তিণ ঔষধ পাওয়ায় এবং ফ্রি স্যাম্পোল ঔষধের বডিতে মূল্য লেখার অপরাধে ( ভোক্তা আইনে ৪০ ও ৫১ ধারা) ৫,০০০/ টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হাসান।
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী, একজন ছাত্র, একজন পুলিশের এসআই ও একজন পুলিশ সদস্য।
এ সময় ক্রেতা-ভোক্তাদের উদ্দেশ্যে দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয়। এ ছাড়া লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।