• 05 Nov, 2024

নড়াইলে ভোক্তার অভিযানে ০৩ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

নড়াইলে ভোক্তার অভিযানে ০৩ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ৬ হাজার টাকা জরিমানা

নড়াইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ০৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার ৫শত টাকা জরিমান করা হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে নড়াইল সদরের নাকশী হাট, গারুচোরা ও নড়াইল স্টেডিয়াম মার্কেটে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।

নাকশী হাটে মেসার্স বুরহান স্টোরকে ভোক্তা আইনের ৩৮ ধারায় ৫০০ শত টাকা, গারুচোরা বাজারের মিষ্ঠান্ন ব্যবসায়ী কাজল সাহাকে দোকানে মূল্য তালিকা না থাকায় ভোক্তা আইনের ৩৮ ধারায় ১০০০/- টাকা এবং নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়াম মার্কেটের ঔষধ ব্যবসায়ী মেসার্স কাজী মেডিসিন কর্ণারে মেয়াদোর্ত্তিণ ঔষধ পাওয়ায় এবং ফ্রি স্যাম্পোল ঔষধের বডিতে মূল্য লেখার অপরাধে ( ভোক্তা আইনে ৪০ ও ৫১ ধারা) ৫,০০০/ টাকা  জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইল কার্যালয়ের সহকারি পরিচালক শামীম হাসান। 
     
এ সময় অন্যান্যের উপস্থিত ছিলেন বিশেষ টাস্কফোর্স কমিটির সদস্য কনজুমাসর এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) নড়াইল জেলা কমিটির সেক্রেটারী, একজন ছাত্র, একজন পুলিশের এসআই ও একজন পুলিশ সদস্য।

এ সময় ক্রেতা-ভোক্তাদের উদ্দেশ্যে দোকানের পণ্যের বিক্রির মুল্যে তালিকা না থাকলে এবং মিথ্যা তথ্য প্রদান করলে ভবিষ্যতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সর্তক করা হয়। এ ছাড়া লাভের নামের সাধারণ মানুষদের যাতে ক্ষতি না হয় এবং অসাধু উপায়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ তৈরী করলেও অনুরূপ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে জানান তারা।