• 23 Jan, 2025

নড়াইলে ভোক্তা অভিযানে এক ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা

নড়াইলে ভোক্তা অভিযানে এক ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ভোক্তার বাজার তদারকিতে এক ফার্মেসীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (০৫ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জ বাজারে মেসার্স সিকদার ফার্মাকে মেয়াদোর্ত্তীণ ঔষধ দোকানে প্রদর্শন করায় এবং ঔষধের মোড়কের মূল্য নিজ হাতে লিখে পরিবর্তন করার অপরাধে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান এ জরিমানা করেন।

এসময় সহকারী পরিচালক শামীম হাসান বলেন, মেসার্স সিকদার ফার্মায় বেশ কয়েকটি মেয়াদোর্ত্তীণ ঔষধ দোকানের বিভিন্ন প্রদর্শন অবস্থায় দেখতে পাই এবং একটি ঔষধের মোড়কে নিজ হাতে কলম দিয়ে মূল্য পরিবর্তন করা অবস্থায় পেয়েছি। এটা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অপরাধ। এ অপরাধের জন্য মেসার্স সিকদার ফার্মাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৫১ ধারায় পাঁচ হাজার জরিমানা করা হয় এবং তাকে সতর্ক করা হয়েছে।  আমাদের বাজার তদারকি অব্যাহত থাকবে।

0501.jpgএ সময় ভোক্তা কর্মকর্তা ওই এলাকায় আরো কয়েকটি ফামের্সী, চাউল ব্যবসায়ী, মুদি ও পোলট্রিফিড ব্যবসায়ী প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা করতে সকলকে সতর্ক করেন তিনি।

এ অভিযানে উপস্থিত ছিলেন নড়াইল জেলা ক্যাবের সেক্রটারী কাজী হাফিজুর রহমান, একজন পুলিশের এএসআই ও সদস্য।