জেলা প্রশাসন ও ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজিত সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফকুল হক চৌধূরী।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এনডিসি মো: জিসান আলী, ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুন হাসান, জেলা কৃষি বিপনন কর্মকর্তা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এসএ মতিন, বীরমুক্তিযোদ্ধা তবিবর রহমান, ট্রফিক পুলিশ পরিদর্শক আহসান, চেম্বর অব কমার্সের সভাপতি মো: হাসানুজ্জামান, ক্যাব নড়াইল জেলার সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, কেমিস্টা এন্ড ড্রাগ সমিতির সভাপতি মো: মাহাবুবসহ বিভিন্ন সেক্টরের ব্যবসায়ী প্রতিনিধি বৃন্দ।
সেমিনারে বক্তরা বলেন, শুধু আইন দিয়ে ক্রেতা-ভোক্তার অধিকার সংরক্ষণ সম্ভব নয়। এক্ষেত্রে উভয় ক্ষেত্রেই সচেতেনতা বাড়াতে হবে। এর পাশাপাশি সকল ক্রেতা-ভোক্তাদের দোড়গোড়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে পৌঁছাতে হবে এবং নিয়মিত মোবাইলকোর্ট করতে হবে।