• 09 Oct, 2024

নড়াইলে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

নড়াইলে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

অমর ২১ ফেব্রুয়ারি, ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ।

স্টাফ রিপোর্টারঅমর ২১ ফেব্রুয়ারিভাষা শহীদ দিবস  আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ আজ।জাতিসংঘের উদ্যোগে বাংলাদেশসহ সারাবিশ্বে ভাষা শহীদদের স্মরণে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হচ্ছে।

সোমবার(২০ ফেব্রুয়ারিএকুশের প্রথম প্রহরে নড়াইলে দানবীর ফাজেল মোল্যা চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে জেলা প্রশাসক মোহাবিবুর রহমান এঁর নেতৃত্বে সুশৃঙ্খলভাবে জেলা প্রশাসননড়াইল- আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজার এঁর পক্ষ থেকে এবং পুলিশ সুপার সাদিরা খাতুন মহান শহিদ দিবস  আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহিদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে।মুক্তিযোদ্ধা সংসদআওয়ামী লীগবাংলাদেশের ওর্য়ার্কাস পার্টিবিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিকসামাজিকসাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোরবৃদ্ধ সবাই ফুল হাতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন ভাষা শহীদদের।

পর্যায়ক্রমে জেলা মুক্তিযোদ্ধা সংসদবাংলাদেশ আওয়ামী লীগের নড়াইল জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস  সাধারণ সম্পাদক নিজামউদ্দিন খান নিলুবিএনপিবাংলাদেশের ওয়াকার্স পার্টিজাতীয় সমাজতন্ত্রিক দল-জাসদজাতীয় পার্টিনড়াইল পৌরসভার মেয়র আনজুমান আরার নেতৃত্বে পৌর কাউন্সিলরবৃন্দজেলা পরিষদগণপুর্ত বিভাগনড়াইল সদর উপজেলার নির্বাহী অফিসার সাদিয়া ইসলামের নেতৃত্বে উপজেলা পরিষদআব্দুল হাই ডিগ্রী কলেজের শিক্ষকবৃন্দএ্যাসোসিয়েশন অব ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ-এডাবনড়াইল প্রেসক্লাবনড়াইল জেলা প্রেসক্লাবসম্মিলত সাংস্কৃতিক জোটচিত্রা থিয়েটারজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটিজেলা শিল্পকলা একাডেমিআওয়ামী শ্রমিকলীগআওয়ামী কৃষক লীগযুবলীগজেলা স্বেচ্ছাসেবকলীগজেলা ছাত্রলীগশুভেচ্ছা ক্লাবনড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সমুহ।