ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের সভাপতি মিজান, সম্পাদক নাসিম
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পুলিশের সস্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের তত্বাবধায়নে স্কুল-কলেজ সমূহের ছাত্র-ছাত্রী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে
বাংলাদেশ পুলিশের সস্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্পের তত্বাবধায়নে স্কুল - কলেজ সমূহের ছাত্র - ছাত্রী , গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের নাগরিকদের অংশগ্রহণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ ( ২৩ মার্চ ) বৃহস্পতিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনাতয়নে দিনব্যাপী এ সেমিনারে পুলিশ সুপার মোসা : সাদিরা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে ছিলেন অতিরিক্ত উপ - পুলিশ কমিশনার ঈঞঞঈ ঢাকা খন্দকার রবিউল আরাফাত।
এসময় অতিরিক্ত উপ - পুলিশ কমিশনার তিনি তার আলোচনায় ১৯৬৮ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশে যে সকল উগ্রবাদ সহিংসতার ঘটনাবলী ভিডিও প্রদর্শনির মাধ্যমে ডকুমেন্টারি উপস্থাপন করেন। তিনি আরও উগ্রবাদ সহিংস উগ্রবাদ রেডিক্যালাইজেশন , উগ্রবাদে জড়িত হওয়ার কারণ , উগ্রবাদে জড়িত হওয়ার প্রক্রিয়া , উগ্রবাদে জড়িত হওয়ার নির্দেশক সমূহ , সংহিংসা উগ্রবাদ জড়িত হওয়ার নির্দেশকসমূূহ প্রকৃত ধর্ম প্রচারণা ও উগ্র্রবাদী রিক্রুটারের মধ্যে পার্থক্য ও উগ্রবাদ প্রতিরোধে করণীয় বিষয়ে সচিত্র প্রতিবেদন উপস্থাপনের মাধ্যমে আলোচনা করেন।
সেমিনারে প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন , নড়াইল জেলা ক্রীড়া , সংস্কৃতি ও সম্প্রীতিতে বাংলাদেশে উদাহরণ দেওয়ার মত এ জেলা। এখানে হিন্দু - মুসলিম পাশাপাশি যেমন বসবাস করেন , তেমনি পাশাপাশি মসজিদ মন্দিরেও যার যার ধর্ম পালন করেন।
সেমিনারে প্রশ্নোত্তর পর্বে নড়াইলের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান শরীফ হুমায়ুন কবীর , নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহানারা বেগম , লোহাগড়া পৌরসভার মেয়র সৈয়দ মশিয়ূও রহমান , নড়াইল জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক শরফুল আলম লিটু , স্কুল - কলেজের ছাত্র - ছাত্রী এবং গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন এবং তাদের মতামত উপস্থাপন করেন।
ঝিনাইদহ জেলা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) সকাল ১০টায় প্রেসক্লাব ভবনে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নড়াইলে দুই আসনে ১৬ এমপি প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ আশফাকুল হক চৌধুরীর কাছে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ফেনীর তিনটি আসন থেকে মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত তিন প্রার্থী। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ফেনীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোছাম্মৎ শাহীনা আক্তারের হাতে মনোনয়নপত্র জমা দেন তারা।