নড়াইলে রোববার (২৫ মে) থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী ভূমি মেলা ২০২৫। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে আদালত চত্বর প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালি শেষে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে কর্মকর্তারা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
মেলা উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (ডিডিএলজি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, এসিল্যান্ডসহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও ভুক্তভোগী নাগরিকরা।
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেলায় প্রতিদিন দুপুরে গণশুনানিরও আয়োজন রয়েছে, যা সরাসরি নাগরিক সমস্যা সমাধানে ভূমিকা রাখবে।
বাংলাদেশের অনলাইন ভূমি ব্যবস্থাপনা নিয়ে প্রাসঙ্গিক তথ্য:
বাংলাদেশে বর্তমানে ল্যান্ড.গভ.বিডি (https://land.gov.bd) ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি আবেদন, খতিয়ান ও মৌজা ম্যাপ দেখা, এবং ভূমি সংক্রান্ত অভিযোগ জমা দেওয়ার সুবিধা রয়েছে। "স্মার্ট ভূমি সেবা" কার্যক্রমের আওতায় সারা দেশে ভূমি অফিসগুলোকে ধীরে ধীরে ডিজিটালাইজড করা হচ্ছে।