জেলা তথ্য অফিসের আয়োজনে বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে আব্দুল হাই সিটি কলেজে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আব্দুল হাই সিটি কলেজের অধ্যক্ষ মো: মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে জেলা তথ্য অফিসার মো: রুস্তম আলীর স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) গালিব মাহমুদ পাশা।
মতবিনিময় সভায় তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ বিনিমাণের উপর ধারণাপত্র উপস্থাপন করেন আব্দুল হাই সিটি কলেজের বাংলা বিভাগের প্রভাষক শিল্পী সরকার।
উপস্থাপিত ধারণাপত্রের উপর বিশ্লেষণমূলক মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মৌসূমি মজুদার, আব্দুল হাই সিটি কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক এ এম ফরহাদ জগলুল, পৌর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, সাংবাদিক কাজী হাফিজুর রহমান, সাংবাদিক মো: আল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল কমিটির আহবায়ক রাফয়েতুল হক তমাল, সদস্য সচিব মো: সাফায়েত উল্লাহ, নুসরাত জাহান, প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ৫ই আগষ্টের গণঅভ্যুথানে ছাত্র সমাজের ভূমিকা অনস্বীকার্য। আগামীতে এ দেশ গড়তে হলে তাদেরকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে তরুণদেরই এবং জ্ঞান অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।