কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোস (আনারস প্রতীক) ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট সুবাস চন্দ্র বোস (আনারস প্রতীক) ২৬০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ ফয়জুল আমির লিটু (মোটরসাইকেল প্রতীক) পেয়েছেন ১৭৮ ভোট।
সোমবার(১৭ অক্টোবর) বিকালে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে নড়াইলের জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান এ ফলাফল ঘোষনা করেন।
এছাড়া এ নির্বাচনে সদস্য পদে- ১ নং ওয়ার্ডে সদস্য পদে খান শাহিন সাজ্জাদ পলাশ (টিউবয়েল), ২ নং ওয়ার্ডে খোকন কুমার সাহা(তালা) এবং ৩ নং ওয়ার্ডে সৈয়দ সামসুল আলম কচি(হাতি) বিজয়ী হয়েছেন।
১ নং সংরক্ষিত সদস্য পদে শাহিনুর আক্তার রুমা(হরিণ) এবং ২ নং সংরক্ষিত সদস্য পদে জেসমিন(ফুটবল) প্রতিকবিজয়ী হয়েছেন।
এর আগে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
জেলার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ফকরুল হাসান প্রমুখ।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।