• 02 Dec, 2024

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার নিহত

নড়াইলের কালিয়া উপজেলার উথলি এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার সজিব শেখ (১৬) নিহত হয়েছে।

নড়াইলের কালিয়া উপজেলার উথলি এলাকায় সড়ক দুর্ঘটনায় ট্রলি হেলপার সজিব শেখ (১৬নিহত হয়েছে।বুধবার দুপুরে কালিয়া-খুলনা সড়কে উথলিতে ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে  দুর্ঘটনা ঘটে।

সজিব কালিয়া পৌরসভার সীতারামপুরের রুলু শেখের ছেলে।

স্থানীয়রা জানায়সজিব ট্রলির নিচে চাপা পড়লে তাকে উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মৃত্যু হয়।

 ঘটনায় অপর হেলপার রিহাদ শেখ (১৩আহত হয়েছে। দুর্ঘটনার পর ট্রলিচালক নাহিদ পলাতক রয়েছে।