‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে রমজান মোল্যা (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছেন।
নড়াইলের কালিয়া উপজেলার রঘুনাথপুর এলাকায় ফার্ণিচারের কাঠবোঝাই নসিমন উল্টে রমজান মোল্যা (৩০) নামে নসিমন চালক নিহত হয়েছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রমজান মোল্যা বাঁশগ্রামের হাসমত মোল্যার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাঠবোঝাই নসিমন চালিয়ে রমজান বাঁশগ্রাম থেকে রঘুনাথপুরের দিকে যাচ্ছিলেন।পথিমধ্যে রঘুনাথপুর কাটা বট গাছতলায় নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন সড়কের পাশের পুকুরে চলে গেলে ঘটনাস্থলেই তিনি নিহত হন।পারিবারিক সূত্রে জানা যায়, রমজান দুই সপ্তাহ আগে বিয়ে করেন।এ দুর্ঘটনায় নববধূসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের মাতল চলছে।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।