• 25 Apr, 2024

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করা হয়েছে।

বৃক্ষপ্রাণ প্রকৃতি প্রতিবেশআগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২০ আগস্টসকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

এর আগে সকাল ১১টায় জেলা প্রশাসন  বন বিভাগের যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

উদ্বোধন শেষে শিল্পকলা একাডেমি চত্বরে যশোর সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক বৃক্ষমেলা ২০২২ উদযাপন কমিটির আহবায়ক মোফকরুল হাসানজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসবাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলামনড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরাঅতিরিক্ত পুলিশ সুপার মোরিয়াজুল ইসলামসহকারি বন সংরক্ষক কর্মকর্তা অমিতা মন্ডলশরীফ মুনির হোসেন প্রমুখ।

এছাড়া বৃক্ষমেলা চলাকালে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চারা প্রদর্শন  বিক্রয় চলবে।

আগামী ২৬ আগষ্ট বৃক্ষমেলার সমাপনী দিন বিকেল ৪টায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠান হবে।বৃক্ষমেলায় মোট ২০টি ষ্টল বসেছে। পরে অতিথিবৃন্দ মেলার ষ্টলসমূহ ঘুরে দেখেন