‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইল: নড়াইল সদর উপজেলায় বছরের প্রথম দিনে নতুন বইয়ের ঘ্রাণের পাশাপাশি দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে কোমলমতি শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো জাতীয় পতাকা উৎসব।
রোববার(১ জানুয়ারি) দুপুরে নড়াইল শহরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৫শ কোমলমতি শিশুদের হাতে জাতীয় পতাকা তুলে দেন নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমানসহ অতিথিবৃন্দ।
এ সময় নতুন বইয়ের সঙ্গে একটি করে জাতীয় পতাকা হাতে পেয়ে শিশুদের আনন্দের যেন শেষ নেই।নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের উদ্যোগে এ আয়োজন করা হয়।
সাদিয়া ইসলামের সভাপতিত্বে সভায় শিশুদের উদ্দেশ্য মহান মুক্তিযুদ্ধ ও জাতীয় পতাকার মর্যাদা অক্ষুণ্ন রাখাসহ দিক-নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন প্রধান অতিথি নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন- নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, বীর মুক্তিযোদ্ধা এস এ বাকী, খান তবিবুর রহমান, সদরের সহকারী কমিশনার(ভূমি) মো. সেলিম, নড়াইল শহর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরপ্রধান শিক্ষক কাজী জাহিদুর রহমান প্রমুখ।
বক্তারা, বীর মুক্তিযোদ্ধার সন্তান নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।পাশাপাশি কোমলমতি শিশুরা এই পতাকা উপহার পেয়ে দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে উপস্থিত প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ জাতীয় পতাকা হাতে নিয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করেন।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।