• 20 May, 2024

শিশু শয়ন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চেয়ে নড়াইলে মানববন্ধন

শিশু শয়ন হত্যাকারীদের গ্রেফতার ও বিচার চেয়ে নড়াইলে মানববন্ধন

রোববার সকাল ১১টায় চন্ডিবরপুর ইউনিয়নবাসীর ব্যানারে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ মহাবিদ্যালয়ের সামনের সড়কে নিরাপরাধ শয়ন হত্যাকারীদের দ্রুত সনাক্ত করে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে শিশু শয়ন হত্যার সাথে জড়িতদের দ্রুত চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন, শিশু শয়নের পিতা নাজমুল শেখ, স্কুল শিক্ষক হাফিজুর রহমান, শয়নের চাচা, হেমায়েত ফকির, শিমুল মোল্যা আরো অনেকে।

এ সময় বক্তরা, নিরাপরাধ শিশু শয়ন শেখের সাথে কারো কোন প্রকার শত্রুতা ছিলোনা। কোন কারন ছাড়াই তাকে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের অবিলম্বে সনাক্ত করে গ্রেপ্তারতার পূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি হত্যাকারীদের ফাঁসির দাবিও জানান বক্তরা।

এদিকে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, ২০ জুলাই খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে নড়াইল সদর হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়।

তিনি আরও জানান, এ ঘটনায় ২১ জুলাই শিশুর পিতা নাজমুল শেখ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে থানায় মামলা করেছে। পুলিশের একাধিক টীম হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের সনাক্ত করে গ্রেপ্তারের জোর চেষ্টা চালান হচ্ছে।

উল্লেখ্য, গত ২০ জুলাই নিধিখোলা গ্রামের একটি পাটক্ষেত সংলগ্ন বাগান থেকে শিশু শয়ন শেখের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগের দিন ১৯ জুলাই রাত ৮টার দিকে বাড়ি থেকে শয়ন বের হলেও তার সন্ধান মেলেনি। প্রত্যক্ষদর্শীরা ধারণা করছেন শয়নকে শ^াসরোধ করে ও বুকে আঘাত করে হত্যা করা হয়েছে।