• 25 Apr, 2024

নড়াইলে শিক্ষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নড়াইলে শিক্ষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সুকান্ত কুমার গোস্বামী (৪০) এর নামে মিথ্যা, বনোয়াট, ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে এবং সুকান্ত গোস্বামীকে নিঃশর্ত মুক্তির দাবিতে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসির মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ জানুয়ারিবিকালে তুলারামপুর-শেখহাটি সড়কের এগারোখানের হাতিয়ারা বাজারে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রী  এলাকাবাসির আয়োজনে মানববন্ধন  প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনের আগে ছাত্র-ছাত্রীদের একটি বিক্ষোভ মিছিল বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়েহাতিয়ারা বাজারে এসে শেষ হয়।

কংকন পাঠকের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেনশেখহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক তাপস পাঠকসুকান্তের স্ত্রী ইতি গোলদারসুকান্তের বৌদি ইতি গোস্বামী এলাকাবাসীর পক্ষে বিলাস সরকারগুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র সমীর করছাত্রী হ্যাপি পাঠকচৈতি গোস্বামীসহ অনেকে।

বক্তারা বলেনসামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষরা এক প্রতিবন্ধি ছাত্রীকে দিয়ে হাতিয়াড়া গ্রামের নিরোধ গোস্বামীর ছেলে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক  শেখহাটি ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধক্ষ্য সুকান্ত কুমার গোস্বামীর (৪০নামে মিথ্যাবনোয়াটভিত্তিহীন অভিযোগ এনে মামলা করে তাকে গ্রেফতারের তীব্র নিন্দা  প্রতিবাদ জানান।অবিলম্বে তাকে নিশর্ত মুক্তি দাবি করেন।যদি তাকে মুক্তি না দেয়া হয় তাহলে বিদ্যালয়ে ক্লাস বর্জন  অনশন এর ঘোষণাও দেন শিক্ষার্থীরা।এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঊল্লেখ্যঅভিযোগে জানা গেছে গত ১৮ জানুয়ারি বেলা ৩টার দিকে স্কুলের এক ছাত্রীকে পড়ানোর কথা বলে বিদ্যালয়ের দ্বিতীয় তলার একটি নির্জন শ্রেণীকক্ষে নিয়ে যায়।মেয়েটিকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক।ওই মেয়েটি সঙ্গে সঙ্গে বিষয়টি সহপাঠীদের জানায়। মেয়েটি কাঁদতে কাঁদতে বাড়িতে গিয়ে মাকেও জানায়।এ ঘটনার আগে করোনা টিকা নিয়ে নড়াইল থেকে বাড়ি ফেরার পথে ওই মেয়েটিকে বাড়িতে পৌঁছে দেয়ার অজুহাতে সেদিনও মেয়েটির স্পর্শকাতর স্থানে হাত দেন ওই শিক্ষক।মেয়েটি ঘটনার প্রতিবাদ করলে তাকে পরীক্ষায় ফেল করানোর হুমকি দেন তিনি।  ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের করা হলেপুলিশ শিক্ষক সুকান্ত গোস্বামী গ্রেফতার করে।