• 12 Oct, 2024

নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নড়াইলে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

নড়াইলের কালিয়া উপজেলায় বিএনপি নেতাকর্মী ও নিরপরাধ ব্যক্তিদের নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পেড়লি বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিএনপির নির্যাতিত নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এসময় বক্তব্য দেন পেড়লী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি ও কালিয়া উপজেলা কমিটির সদস্য শেখ আলতাফ হোসেন আনসারী, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শহিদুল ইসলাম মোল্যা, সাবেক ছাত্রনেতা নেছার আহমেদ, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. হামিদুল শেখ।

বক্তারা তাদের বক্তব্যে পেড়লী গ্রামে আজাদ ও মোফাজ্জেল শেখ হত্যাকাণ্ডসহ বিভিন্ন সময়ে সংঘটিত ঘটনায় বিএনপি নেতাকর্মী ছাড়াও নিরপরাধ ব্যক্তিদের নামে ষড়যন্ত্রমূলকভাবে যে মামলা দায়ের করা হয়েছে তা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

এতে  উপস্থিত ছিলেন কালিয়া উপজেলা যুবদলের সভাপতি কামাল সিদ্দিকী, বিএনপি নেতা রহমত হোসেন, জামির হোসেন মোল্যা, জহিরুল ইসলাম, ইসরাফিল জোয়াদ্দার, বায়েজীদ আহমেদ, ইয়ামিন শেখ, আতিয়ার রহমান, কৃষক দল নেতা আলমগীর মোল্যা প্রমুখ।