• 23 Sep, 2023

নড়াইলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নড়াইলে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন

নানা আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, ক্রীড়া সংগঠক ও বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী নড়াইলে উদযাপিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) জেলা প্রশাসনের আয়োজনে জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের রুহের মাগফেরাত কামনা করে কোরআন খতম, জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুরে মাঝে গাছের চারা বিতরণ করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া দুপুরে বিভিন্ন মসজিদ/ মন্দিরে বিশেষ দোয়া / প্রার্থনা, বিকালে নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্টিত হয়।

জেলা শিল্পকলা একাডেমি চত্বরে অস্থায়ী মঞ্চে শেখ কামালের প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ,
জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা শিল্পকলা একাডেমিসহ সরকারি, বেসরকারি বিভিন্ন
সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয় ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, সিভিল সার্জন ডাঃ সাজেদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার দোলন মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার তারেক মেহেদী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, নড়াইলের জেলা কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ এসএ মতিন, এসএম বাকী, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকুসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।