• 08 Nov, 2025

নড়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নড়াইলে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

নড়াইলে জেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, হতদরিদ্র, আর্থিকভাবে অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল সদর উপজেলায় অবস্থিত সরকারি শিশু পরিবার, বরাশুলা শিশু সদন কমপ্লেক্স, মিরাপাড়া উত্তরপাড়া শিশু সদন লিল্লাহ বোর্ডিং এবং মাদরাসা বাজার আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। এ সময় উপস্থিত ছিলেন জেলা ও সদর উপজেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য যে, চলমান শীত মৌসুমের বাস্তবতায় নড়াইল জেলায় ইতোমধ্যেই ক্রমহ্রাসমান তাপমাত্রার পাশাপাশি বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে সম্প্রতি সংঘটিত বৃষ্টিপাতের ফলে নড়াইলের বিভিন্ন স্থানে অসহায়, দরিদ্র মানুষের শীতজনিত দুর্ভোগ বৃদ্ধি পেয়েছে।