• 17 Feb, 2025

নড়াইলে শান্তি সম্প্রীতি ও খালেদা জিয়ার দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা সভা

নড়াইলে শান্তি সম্প্রীতি  ও খালেদা জিয়ার দীর্ঘায়ূ কামনায় প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টার ॥ ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার এই শ্লোগানকে সামনে রেখে’ নড়াইলে শান্তি সম্প্রীতি ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার উদ্যোগে শুক্রবার (১৬ আগস্ট) বেলা ১১টায় সভায় জেলা বিএনপি কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়।

03-9.jpgসভা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট নড়াইল জেলা শাখার সভাপতি কল্যাণ মুখার্জী সভাপতিত্বে ও কমিটির সাধারণ সম্পাদক অশোক কুন্ডুর সঞ্চালয় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) সুকেশ সাহা আনন্দ।

05-8.jpgএ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র উপদেষ্টামন্ডলী সদস্য মো. তবিবর রহমান মনু জমাদ্দার, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক নড়াইল পৌর মেয়র জুলফিকার আলী, জেলা বিএনপি’র সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শাহিনউল্লাহ মোহন, জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জজ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোজাহিদুর রহমান পলাশ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাদাৎ কবির রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার ফসিয়ার রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক খন্দকার মাহামুদুল হাসান সনি প্রমুখ।

আলোচনাসভা শেষে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।