• 24 Feb, 2024

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়

নড়াইলে সাংবাদিকদের সঙ্গে নতুন ডিসির মতবিনিময়

নড়াইল: নড়াইলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।

বৃহস্পতিবার (৬ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পরিচিতি পর্বের পর নতুন জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা অনুষ্ঠিত হয়।  এ সময় সাংবাদিকরা নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।  

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসক আশফাকুল হক দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করে বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। আপনাদের মাধ্যমেই আমরা জেলার সকল সমস্যা, অনিয়ম সম্পর্কে জানতে পারি। ‘স্মাট নড়াইল’ গড়ে তুলতে সামনের দিনগুলোতে আপনাদের সবার সহযোগিতায় একসঙ্গে কাজ করতে চাই। একসঙ্গে কাজ করলে জেলার উন্নয়ন আরও তরান্বিত হবে।  

অনুষ্ঠানের শুরুতে সদ্য প্রয়াত নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি সাংবদিক সৈয়দ নাইমুর রহমান ফিরোজের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।  

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইলকণ্ঠের সম্পাদক কাজী হাফিজুর রহমান, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, সাধারণ সম্পাদক শামীমুল হক টুলু, , সাইফুল ইসলাম তুহিন, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানাসহ জেলায় কর্মরত প্রিন্ট, আনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদকর্মীরা।  গত ৩ এপ্রিল নড়াইলের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী।