• 27 Apr, 2024

নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

নড়াইলে সাজাপ্রাপ্ত নারী আসামি গ্রেপ্তার

নড়াইলে দ্রুত বিচার আইনের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে (৪৫) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাতে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হোসনেয়ারা বেগম নড়াইল সদর উপজেলার বাহির গ্রামের মৃত্যু আফজাল মুন্সির মেয়ে এবং একই গ্রামের রফিকুল শিকদারের স্ত্রী।

পুলিশ সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ২টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিক্তিতে নড়াইল জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলমের নেতৃত্বে এসআই অপু মিত্র সঙ্গীয় নারী কনস্টেবলসহ অভিযান চালিয়ে নড়াইল পৌরসভার নতুন বাস টার্মিনালের দাঁড়িয়ে থাকা অবস্থায় তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত হোসনেয়ারা বেগমের নামে নড়াইল সদর থানায় আরোও দুটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। সাজাপ্রাপ্ত আসামি হোসনেয়ারা বেগমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।