বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতের স্বজন সূত্রে জানা গেছে,বৃহস্পতিবার দুপুরে ওবায়দুল্লাহ শেখের স্ত্রী রুপালী বেগম নিজ রান্নাঘরে রান্না করছিলেন। রান্না করার এক
পর্যায়ে তিনি ডিম রান্নার গরম কড়াইয়ের উপর পড়ে যান।
এ সময় ননদের ৫ বছর বয়সী ছেলে মুরছালিন বিষয়টি দেখতে পেয়ে পাশেই পাট বাছাই করতে থাকা মা ইতি খানমকে গিয়ে জানালে তিনি এসে কড়াই থেকে রুপালীকে আহত অবস্থায় উদ্ধার করেন। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে নেয়া হয়। এ সময় নড়াইল সদর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ষোষনা করেন।
মৃত রুপালী খানমের মাহি নামে ৩ বছরের মেয়ে ও মাহিম নামের দেড় বছরের একটি ছেলে রয়েছে। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওবাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিষযটি দুঃখজনক। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কিভাবে মৃত্যূ হয়েছে সেটা খতিয়ে দেখা হবে।