আহত ওই পুলিশ কর্মকর্তার নাম কাজী ইমরান (৪৫)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার দক্ষিণ পাঙ্খারচর গ্রামের মৃত নাজির আহমেদের ছেলে ও গোপালগঞ্জ পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) উপ-পরিদর্শক (এসআই) পদে কর্মরত আছেন।
আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাজী ইমরান একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার উদ্দেশ্যে কর্মস্থল থেকে গ্রামের বাড়িতে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে দক্ষিণ পাঙ্খারচর পাকার মাথা বটতলায় পৌঁছালে দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও মারধর করে জখম করেন। এ সময় চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি এখন সেখানে চিকিৎসাধীন।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। একটি গুলির খোসা সেখান থেকে উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।