• 25 Mar, 2025

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি ইটভাটা উচ্ছেদ

নড়াইলে পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৩টি ইটভাটা উচ্ছেদ

নড়াইলে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে লোহাগড়ার ৩টি অবৈধ ইটভাটা সম্পূর্ণ গুড়িয়ে ওই ৩টি ইটভাটার সকল কার্যক্রম স্থগিত করেছে পরিবেশ অধিদপ্তর।

নড়াইলে ৭০টি ইটভাটার মধ্যে মাত্র চারটি বৈধ ইটভাটা রয়েছে। পরিবেশ সুরক্ষায় ৬৭টি অবৈধ ইটভাটা বন্ধে অভিযানে নেমেছে পরিবেশ অধিদপ্তর। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নড়াইলের লোহাগড়া উপজেলার তিনটি ইটভাটা সম্পূর্ণ গুঁড়িয়ে দেয়া হয়েছে। 

গুড়িয়ে দেয়া ইটভাটাগুলো হলো-নড়াইলের লোহাগড়া উপজেলার মানিকগঞ্জ বাজার এলাকার স্টোন ইটভাটা এবং শিয়রবর বাজার এলাকার সুরমা ও সততা ইটভাটা। 

এসব ভাটার সব কাচা ইট ভেঙ্গে ফেলা হয়। এছাড়া ভাটার চুল্লি গুড়িয়ে ফায়ার সার্ভিসের সাহায্যে পানি দিয়ে চুল্লির আগুন নিভিয়ে সব কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে।

এ অভিযানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান, নড়াইল জেলা কার্যালয়ের সহকারি পরিচালক আব্দুল মালেক মিয়াসহ সেনাবাহিনী, পুলিশ প্রশাসন, আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।