কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ -১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি
স্টাফ রিপোর্টার ॥ নড়াইলে ২০২২-২৩ অর্থবছরে খরিফ -১/২০২৩-২৪ মৌসুমে আউশ ধানের উচ্চ ফলনশীল (উফশী) জাতের বীজ ব্যবহারের মাধ্যমে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার (২৭ মার্চ) দুপুর ১২টায় নড়াইল সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন খান নিলু।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান প্রমূখ। এসময় উপকারভোগীরাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রোকনুজ্জামান বলেন, নড়াইল সদর উপজেলায় ৪হাজার ৪০০ জন কৃষকের মাঝে প্রণোদনা প্রদান করা হয়। প্রতিজন কৃষকের মাঝে ৫ কেজি উফশী আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হচ্ছে।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।