• 26 Apr, 2025

প্রাণবন্ত আয়োজনে নড়াইলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

প্রাণবন্ত আয়োজনে নড়াইলে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

নড়াইলে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস সভাটি সঞ্চালনা করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সদর উপজেলার ইউএনও সঞ্চিতা বিশ্বাস, আনসার ও ভিডিপির জেলা অ্যাডজুট্যান্ট মো: নুরুল আবছার, জামায়াতের জেলা আমীর অ্যাড. আতাউর রহমান বাচ্চু, জেলা তথ্য অফিসার মো: রোস্তম আলী, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মিজানুর রহমান, টিটিসি’র অধ্যক্ষ আবুল বাশার আল মামুন, সদর হাসপাতালের আরএমও ডা. সুজল বকশী, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজেদুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যক্ষ রওশন আলী, জ্যেষ্ঠ প্রভাষক শামীমূল ইসলাম টুলুসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সভায় জানানো হয়, ১লা বৈশাখ (১৪৩২ বঙ্গাব্দ) সকাল ৭টায় নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হবে। র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমি চত্বরে গিয়ে শেষ হবে। প্রতিটি ইউনিয়নেও এ উপলক্ষে শোভাযাত্রার আয়োজন করা হবে।

এছাড়াও নববর্ষ উপলক্ষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, লোকজ মেলা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। বাদ যোহর মডেল মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদে অনুষ্ঠিত হবে দোয়া মাহফিল। সেই সঙ্গে জেলা হাসপাতাল, জেলা কারাগার এবং সরকারি শিশু পরিবারে পরিবেশন করা হবে উন্নতমানের খাবার।