‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইল সদর উপজেলায় একটি প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তুলারামপুর বাজার এলাকায় ঢাকা-যশোর মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম স্বাধীন রায় (১৬)।সে তুলারামপুর ইউনিয়নের বামন হাঁটা গ্রামের অংশ রায়ের ছেলে।নিহত স্বাধীন মুদিদোকানে কাজ করত।স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, তুলারামপুর বাজার থেকে বাজার করে ফেরার পথে মহাসড়কে ওঠার সঙ্গে সঙ্গে একটি প্রাইভেট কার মোটরসাইকেল আরোহী স্বাধীনকে ধাক্কা দেয়।এরপর একটি পিকআপ ভ্যান তার গায়ের ওপর দিয়ে উঠে চলে যায়।স্থানীয় লোকজন উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিলে সে মারা যায়। মোটরসাইকেলে স্বাধীন একাই ছিল।
তুলারামপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হামিদ উদ্দিন বলেন, হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।