• 14 Feb, 2025

নড়াইলে পাঁচ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযানে জরিমানা ১১ হাজার টাকা

নড়াইলে পাঁচ প্রতিষ্ঠানে ভোক্তার অভিযানে জরিমানা ১১ হাজার টাকা

নড়াইলে ভোক্তা অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ১১, ০০০/ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে নড়াইল পৌরসভার পুরাতন বাসটার্মিনাল এলাকায় (নার্সি কলেজ রোড, ভওয়াখালী) অভিযান চালিয়ে আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ২০০০/(দুই) হাজার টাকা এবং এই সড়কে তোরাপ হোটেল হোটেল কে ১০০০/ হাজার টাকা, নড়াইল হাসপাতাল সংলগ্ন মার্কেটের মেসার্স রাজলক্ষ্মী ফার্মেসীকে ৪০০০/ হাজার টাকা, মেসার্স স্যারণ ফার্মেসীকে ২০০০/ হাজার টাকা এবং কুড়িগ্রাম এলাকায় বাঁধাঘাট সংলগ্ন মা ড্রিকিং ওয়াটারকে ২০০০/ টাকা টাকা জরিমানা করা হয়। এ জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারি পরিচালক শামীম হাসান।

ভোক্তার সহকারি পরিচালক শামীম হাসান জানান, ভোক্তা অভিযান পরিচালনাকালে আল্লাহর দান হোটেল এন্ড রেস্টুরেন্টে মূল্য তালিকা না থাকায় ভোক্তা আইনের ৩৯ ধারায় ২০০০/ (দুই) হাজার টাকা এবং এই সড়কে তোরাপ হোটেলকে একই অপরাধে ১০০০/ হাজার টাকা, নড়াইল সদর আধুনিক হাসপাতাল সংলগ্ন মার্কেটের মেসার্স রাজলক্ষ্মী ফার্মেসীতে মেয়াদোর্ত্তীণ ঔষধ পাওয়ায় ভোক্তা আইনের ৫১ ধারায় ৪০০০/ হাজার টাকা, মেসার্স স্যারণ ফার্মেসীতে ঔষধের প্যাকেটে মূল্য হাতে লিখে পরিবর্তন করার অপরাধে ভোক্তা আইনের ৪০ ধারায় ২০০০/ হাজার টাকা এবং কুড়িগ্রাম এলাকায় বাঁধাঘাট এলাকায় মা ড্রিকিং ওয়াটার প্রতিষ্ঠানের উৎপাদিত পানির জারে এমআরপি না থাকায় এবং বিএসটিআই এর অনুমোদন না থাকায় তাকে ভোক্তা আইনের ৩৭ ধারায় ২০০০/ টাকা টাকা জরিমানা করা হয়।  

তিনি জানান, পানির অপর নাম জীবন। নড়াইলে সরকার কর্তৃক অনুমোদন ছাড়াই বিশুদ্ধ পানি সরবরাহের নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান পানি উৎপাদন ও সরবরাহ করে আসছে দির্ঘদিন। আজ মা ড্রিকিং ওয়াটার নামের প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে দেখলাম এদের বিএসটিআই-এর অনুমোদন নেই, মূল্য, মেয়াদ সহ অন্যান্য যা যা উল্লেখ থাকার কথা তার কোনটাই পেলাম না। এসব অপরাধের জন্য তাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয় এবং সহনীয় মাত্রায় জরিমানা করা হয়েছে।  

তিনি আরও জানান, আমরা সবগুলোতে অভিযান চালাবো, কাউকে ছাড় দেবো না। সকলের বিএসটিআই-এর অনুমোদন, বুয়েট ল্যাবের অনুমোদন নিয়ে এবং সঠিকভাবে মূল্য, উৎপাদনের তারিখ, মেয়াদোর্ত্তণী তারিখসহ কি কি উপাদান দ্বারা এই পানি উৎপাদন হচ্ছে তা স্পষ্টভাবে সরবরাহকৃত জারে মুদ্রিত করে বিক্রি করতে হবে।

এসময় জরিমানার টাকা তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানের মালিকগণ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযুক্ত প্রতিষ্ঠান পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন।

অভিযানে উপস্থিতি ছিলেন ক্যাব নড়াইল জেলার সেক্রেটারী কাজী হাফিজুর রহমান, পুলিশের একজন এএসআই ও একজন কনেস্টবল।

এছাড়া নিয়মিত মনিটরিং অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট বিতরণ করা হয়।

অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

জনস্বার্থে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।