• 08 Nov, 2025

নড়াইলে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নড়াইলে ওলামা দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নড়াইল, শনিবার | নড়াইলকণ্ঠ নড়াইলে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল, নড়াইল জেলা শাখার উদ্যোগে এক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ জুলাই) বেলা সাড়ে ১১টায় জেলা বিএনপির কার্যালয়ে এই সম্মেলন হয়।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ওলামা দলের আহ্বায়ক মাওলানা মোহাম্মদ সেলিম রেজা। সভাপতিত্ব করেন জেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা তৈবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের নির্বাহী সদস্য মাওলানা মোশাররফ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার ফশিয়ার রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদৎ কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খন্দকার মনজুরুল সাঈদ বাবু প্রমুখ।

বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের নিয়ে বিএনপি ও তার অঙ্গ-সংগঠনগুলোকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। তারা আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্ধারিত সময়ে অনুষ্ঠানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।