‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার(১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পাঁচুড়িয়া বিল থেকে প্রায় ১০ ফুট পানিতে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয়দের সহযোগিতায় লোহাগড়া থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা এ লাশ উদ্ধার করেন।অজ্ঞাতনামা যুবকের বয়স আনুমানিক ৪৫ বছর বলে জানিয়েছে পুলিশ।
লাশটির চোখ দুটি পচে গেছে। কানের কিছু অংশসহ শরীরের অন্য স্থানেও পচন ধরেছে।এছাড়া তার শরীরে কোনো পোশাক ছিল না এবং আঘাতের তেমন চিহৃ দেখা যায়নি।
লোহাগড়া থানার নবাগত ওসি নাসির উদ্দীন বলেন, ধারণা করা হচ্ছে; তিন থেকে চারদিন আগে কে বা কারা অজ্ঞাতনামা যুবকের লাশ বিলের মধ্যে ফেলে গেছে।
হত্যাকাণ্ড কিনা, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।ময়নাতদন্তের জন্য লাশ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।