বুধবার (১৬ আগস্ট) নড়াইল আধুনিক সদর হাসপাতালের সম্মেলন কক্ষে নড়াইল আরএইচস্টেপের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম।
নড়াইল আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল গাফফারের সভাপতিত্বে নড়াইলের উপ-পরিচালক সেলিম আহম্মেদ ভূইয়া, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নড়াইল পৌরসভার কাউন্সিলর রেজাইল বিশ্বাস, আরএইচস্টেপ আর এইচ আর এন-২ কেন্দ্রীয় কার্যালয়ের হিসাব ও প্রশাসনিক কর্মকর্তা হাবিবুল হাসান, প্রকল্পের প্রজেক্ট কর্মকর্তা নাভিরা আজমী, আরএইচস্টেপ নড়াইল সদর হাসপাতালের ক্লিনিক ম্যানেজার নিখিল কুমার বিশ্বাস, কাউন্সেলর রত্না রায়, আরএইচস্টেপ ও আলোরধারা পাঠশালার জুনিয়ার ইয়ুথ কর্মকর্তা শিরিন সুলতানা, গনমাধ্যমকর্মী, শিক্ষক, ইমাম, ডাক্তার, এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য কর্মীসহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত থাকবেন।
সভায় ‘তরুণদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য প্রয়োজন এবং বাঁধার বিষয়ে’ সমাজের মূল ব্যক্তিবর্গের কি কি করণীয় সে বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয় ও এ বিষয়ে উপস্থিতিরা তাদের মতামত তুলে ধরেন এবং এ কার্যক্রমকে আরো গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করা হয়।
সভায় জানানো হয়, আরএইচস্টেপ নড়াইলের আয়োজনে বাংলাদেশের ২০টি জেলায় বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল, সদর হাসপাতাল ও জেনারেল হাসপাতালসহ ২টি কেন্দ্রের মাধ্যমে যৌন ও প্রজন্ন স্বাস্থ্য অধিকার বিষয়ক প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, স্বাস্থ্যসেবা, দক্ষতা উন্নয়ন গবেষনা ও এ্যাডভোকেসি কার্যক্রম পরিচালনা করে আসছে।