মঙ্গলবার(০৪ অক্টোবর) সকাল ১১টায় ডিসি’র হলরুমে জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুররহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় চেয়ারম্যান প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্টাপাল্টি অভিযোগ করেন।
সভায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের বিরুদ্ধে নির্বাচনী আচারণবিধি লঙ্ঘনের তথ্য প্রমানসহসহ অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির এবং প্রার্থী সুলতান মাহমুদ বিপ্লব।

অপরদিকে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস স্বতন্ত্র উপযুক্ত তথ্যপ্রমাণ ছাড়াই চেয়ারম্যান প্রার্থী সৈয়দ ফয়জুল আমির বিরুদ্ধে সম্প্রদায়িক বক্তব্য দেয়ার অভিযোগ তুলে ধনের সভায়।
সভায় জেলা প্রশাসক ও রিটানিং অফিসার মোহাম্মদ হাবিবুর রহমান আজকের পর থেকে কেউ নির্বাচনী আচারণ বিধি লঙ্ঘন করলে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।সকলকে নির্বচনী আচারণ বিধি মেনে চলার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।এ সময় সহকারি রিটানিং অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল ইসলাম বক্তব্য রাখেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, জেলায় চেয়ারম্যান পদে ৩জন, সাধারন সদস্য পদে ১২ জন এবং সংরক্ষিত সদস্য পদে ৭জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। নড়াইল জেলা পরিষদের নির্বাচন আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৫৫২ জন ভোটার তাদের ভোটধিকার প্রয়োগ করবেন। ইভিএমএর মাধ্যমে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্তু ভোট গ্রহন চলবে।