শনিবার (১১ মে) দিবাগত রাতের আঁধারে দূর্বৃত্তরা হত্যা করে জানালার সাথে ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে যায় বলে অভিযোগ।
নিহতের ছেলে রবিউল ইসলাম জানান, উপজেলা নির্বাচনী প্রচারণা শেষে গভীর রাতে বাড়ি ফিরে অন্যান্য সময়ের মত তিনি ঘরে প্রবেশ করে দেখতে পায় মায়ের গলায় কাপড় দিয়ে পেচিয়ে হত্যা করে ঘরের খাটের উপরে জানালার সাথে বেধে রাখা হয়েছে।
পরে ডাকাডাকিতে প্রতিবশীরা আসে এবং পুলিশে খবর দেওয়া হয়। রোববার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে প্রেরণ করেছে।
লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর হত্যাকাণ্ড, নাকি অন্যকিছু প্রকৃত কারণ জানা যাবে।