• 27 Jul, 2024

নড়াইলে নদী শাসন ও স্কুল ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

নড়াইলে নদী শাসন ও স্কুল ভবনসহ বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর এলাকায় ভাঙনকবলিত মধুমতি নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধসহ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন, দু’টি প্রাথমিক বিদ্যালয় ভবন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে।

নড়াইলের লোহাগড়া উপজেলার শিয়রবর এলাকায় ভাঙনকবলিত মধুমতি নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধসহ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবনদুটি প্রাথমিক বিদ্যালয় ভবন ছাড়াও বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন হয়েছে।

আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি সৈয়দ আশরাফ আলীর সভাপতিত্বে সোমবার দুপুরে (২৬ ডিসেম্বরএসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন সিনিয়র সচিব(অব:) স্যোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুস সামাদ।

প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়াল বক্তব্য রাখেন নড়াইল- আসনের সংসদ সদস্য ক্রিকেটার মাশরাফি বিনমর্তুজা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিকফকরুল হাসানপানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল কুমার সেনলোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলীশিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায়লোহাগড়া  উপজেলা পরিষদ চেয়ারম্যান সিকদার আব্দুল হান্নান রুনুখুলনাস্থ গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার গাজী মিজানুর রহমানখুলনা প্রকৌশল  প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(কুয়েটঅতিরিক্ত প্রধান চিকিৎসা কর্মকর্তা ডাক্তার রফিকুল ইসলামজেলা পরিষদ সদস্য সৈয়দ শামসুল আলম কচিখুলনার দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মমতাজ শিরীন ময়নাবীরমুক্তিযোদ্ধা এম এম গোলাম কবিরলোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিনসহসভাপতি ফয়জুল হক রোমডক্টর শাহনেওয়াজসোনালী দিন পত্রিকার সম্পাদক এইচ এম সিরাজকবি এস এম হুসাইন বিল্লাহআজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেনসহকারী প্রধান শিক্ষক ইমদাদ আলীবিদ্যালয়ের জমিদাতা কাজী ইসমাইল হোসেন জাহিদসহ অনেকে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় কোটি ৯৭ লাখ টাকা ব্যয়ে আজিজ-আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত চারতলা ভবন  কবি আব্দুস সামাদ ফারুক শিক্ষক মিলনায়তন উদ্বোধন করা হয়েছে।এছাড়া প্রায়  কোটি টাকা ব্যয়ে শিয়রবর বাজার এলাকায় মধুমতি নদীর তীরে স্থায়ী প্রতিরক্ষা বাঁধ সম্পন্ন হয়েছে।এতে ঐহিত্যবাহী শিয়রবর বাজারএকটি মাধ্যমিক বিদ্যালয়দুটি প্রাথমিক বিদ্যালয়তিনটি মসজিদসহ অনেক বাড়িঘর নদীভাঙন থেকে রক্ষা পেয়েছে। পানি উন্নয়ন বোর্ড কাজটি বাস্তবায়ন করেছে।

এদিকেসৈয়দ আশরাফ আলীর নিজস্ব অর্থায়নে ২৮ লাখ টাকা ব্যয়ে নির্মিত সৈয়দ আশরাফ আলী ফ্রি চিকিৎসা ভবনশিয়রবর সরকারি প্রাথমিক বিদ্যালয়  আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি টিনশেড উদ্বোধন করা হয়েছে। বিদ্যালয় দুটিতে ২৬ লাখ টাকা করে ব্যয় হয়েছে।অন্যদিকেকবি সৈয়দ আশরাফ আলী সড়ক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

এছাড়া বিনামূল্যে মেডিকেল ক্যাম্পে রোগি দেখেন ডাক্তার গাজী মিজানুর রহমানসহ চিকিৎসকবৃন্দ।