• 07 Feb, 2025

নড়াইলে নবগঠিত জেলা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ডিসির সাথে মতবিনিময়

নড়াইলে নবগঠিত জেলা বৈষম্য বিরোধী ছাত্রদের সাথে ডিসির সাথে মতবিনিময়

নড়াইল জেলা প্রশাসকের সাথে নবগঠিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটির নেতৃবৃন্দের  মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বেলা ১১ টায় নড়াইলের জেলা প্রশাসক শারমিন আক্তার জাহানের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। । 

inshot-20241114-214701278.jpgজেলা প্রশাসকের সম্মেলন কক্ষপ অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)  শ্বাশতী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নড়াইল জেলা কমিটির আহ্বায়ক রাফায়েতুল হক তমাল, সদস্য সচিব শাফায়াত উল্লাহ, মুখপাত্র নুসরাত জাহান, মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান বাবু, যুগ্ম আহ্বায়ক  হাসিবুর রহমান,নবাব মোল্যা, যুগ্ম সদস্য সচিব শুভ মোল্যা, সংগঠক মিনহাজুল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

এসময় নেতৃবৃন্দ অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানান।

এসময় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান নবগঠিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেকে সাথে নিয়ে কাজ করার অঙ্গিকার করেন।