• 09 Sep, 2024

নড়াইলে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার ২

নড়াইলে নাশকতার পরিকল্পনা মামলায় গ্রেপ্তার ২

নড়াইলের কালিয়ায় নাশকতার পরিকল্পনা মামলায় ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুলাই) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হেদায়েতপুর গ্রামের জামায়েত কর্মী পিকুল শেখ (৪০) ও উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমান বিশ্বাস (২৮)।

সূত্রে জানা গেছে, নাশকতার পরিকল্পনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে উপজেলার ইলিয়াসবাদ ও সালামাবাদ ইউনিয়নের মধ্যবর্তী স্থানে অভিযান চালিয়ে পুলিশ ২ জনকে আটক করে। পরে নাশকতার পরিকল্পনা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শামীম আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।