• 28 Mar, 2024

নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হবে

নড়াইলে নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত হবে

আজ ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।

গণমাধ্যমের মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আজ ০৩ মে বুধবার বেলা ১১টায় নড়াইল শহরে বন্ধন কমিউনিটি সেন্টার প্রিন্ট ও অনলাইন নিউজপেপার ওনার্স এ্যাসোসিয়েশন নড়াইল এর উদ্যোগে এক আলোচনা সভা ও জেলায় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় প্রবীণ ও প্রয়াত সাংবাদিকদের সম্মাননা প্রদানের আয়োজন করেছে।  

১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।