• 08 Sep, 2024

নড়াইলে নানা আয়োজনে বর্ষবরণ ১৪৩০ উদযাপিত

নড়াইলে নানা আয়োজনে বর্ষবরণ ১৪৩০ উদযাপিত

নড়াইলে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ

নড়াইলকণ্ঠ ॥ “মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিস্নানে” শুচি হোক ধরা ’ পবিত্র রমজানের পবিত্রতা রক্ষায় সীমিত পরিসরে নানা আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে বাংলা নববর্ষ ১৪৩০ বরণ উদযাপিত হয়েছে।  

এ উপলক্ষে শুক্রবার (১৪ এপ্রিল) সকাল ৮টায় সুলতান মঞ্চে এবং সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্বরে প্রভাতী সংগীত, মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্যদিয়ে নড়াইলবাসিকে নববর্ষের শুভেচ্ছা জানান জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী ও পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন।

এরপর সুলতান মঞ্চ ও শিল্পকলা একাডেমি চত্বর থেকে দুটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা ২টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্ব স্ব স্থানে গিয়ে শেষ হয়।    

এদিনে শিল্পকলা একাডেমি চত্বর বটমুলে ছিলো বাঙালির ঐতিহ্যবাহি লাঠি খেলা ও হাড়িভাঙা প্রতিযোগিতা। এ সময় এই খেলা ২টি উপভোগ করেন বিভিন্ন বয়সী মানুষ।

এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী, পুলিশ সুপার মোসাঃ সাদিরা খাতুন, বর্ষ বরণ উৎযাপন পর্ষদের সদস্য সচিব মলয় কুমার কুন্ডু প্রমূখ।

জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধূরী বলেন, পুরানো বছরের সকল জরাকে মুছে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ফকরুল হাসান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) শাশ^তী শীল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন চৌধূরী, নড়াইল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ শাহানারা বেগম।

পৌরমেয়র আঞ্জুমান আরা, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) ওবাইদুর রহমানসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন, বর্ষবরণ উদ্যাপন পর্ষদ ও নড়াইলবাসির আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।