কমরেড অরবিন্দু চলে গেলেন না ফেরার দেশে
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
নড়াইলকণ্ঠ ॥ ‘আমরা যা কিছু করি ,সবই হৃদয় থেকে করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৮ই মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (০৮ মে) সকালে বাংলাদেশ রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের আয়োজনে রেড ক্রিসেন্ট ভবনের সামনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস।
এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. সাজেদা বেগম পলিন, জেলা শিক্ষা অফিসার মো: হায়দার আলী, রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তায়েব আলী আসাদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু প্রমুখ।
আলোচনা শেষে কেক কেটে দিবসের উদ্বোধন করা হয়। পরে রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সামনে থেকে একটি র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রদক্ষিন শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।
এ সময় সোসাইটির কর্মকর্তা ও সদস্যগণ, যুব রেড ক্রিসেন্টের সদস্য সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলার প্রবীণ আজীবন কমিউনিস্ট দিকপাল সর্বজন শ্রদ্ধেয় কমরেড অরবিন্দ আচার্য, আজ সোমবার ২২ মে ২০২৩ সকাল ১১ টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন ।
‘স্মার্ট ভূমিসেবায় ভূমি মন্ত্রণালয়’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশে ‘ভূমিসেবা সপ্তাহ-২০২৩’ শুরু হয়েছে। চলবে সোমবার থেকে আগামী রবিবার পর্যন্ত।
নড়াইলকণ্ঠ ॥ নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বকচারার বিলে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে নড়াইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভূক্তভোগীরা।