‘ধান চাষ করে পেতাম ৩ হাজার টাকা, ড্রাগন চাষে আসে ২ লাখ’
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে নির্মাণাধীন মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম।
নড়াইল: সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নে নির্মাণাধীন মুজিব বর্ষের ঘর পরিদর্শন করেন নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নড়াইল সদর ভুমি কর্মকর্তা (এ্যাসি ল্যান্ড) সেলিম আহমেদ।বৃহস্পতিবার(১৯ জানুয়ারি) দুপুরে পরিদর্শন শেষে, ঘর নির্মানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং দ্রুত ঘরের নির্মাণ কাজ শেষ করার আহ্বান জানান।
সুত্রে জানা গেছে, মুজিব বর্ষে শাহাবাদ ইউনিয়নে ১০টি ঘর নির্মাণের কাজ চলছে।২.২ শতক জমির উপর নির্মিত এই ঘর যার ব্যয় হবে ২ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।
ঘরের ঠিকাদার মিজানুর রহমান বলেন, আবাসন প্রকল্পের যে ঘর গুলো বিগত সময়ে করেছি এবং এই শাহাবাদে করছিপ্রতিটি ঘর সরকারি নিয়ম অনুযায়ী করেছি।উপকার ভোগী পরিবার গুলো যেন তার ঘরগুলোতে শান্তিতে বসবাস করতে পারে।
নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম বলেন, সরেজমিনে গিয়ে ঘর গুলো দেখে খুবই ভাল লাগছে এবং মানসম্মত হয়েছে।
প্রায় পাঁচ দশক ধরে কৃষি কাজের সঙ্গে জড়িত নোয়াখালীর সুবর্ণচরের কৃষক আমিন উল্যাহ। ধান চাষ করে যে জমিতে বছরে পেতেন তিন হাজার টাকা ড্রাগন চাষ করে সেই জমিতে পান দুই লাখ টাকা।
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকার ইউনি ম্যাক্স টেক্সটাইল কারখানার গুদামে সোমবার (২ অক্টোবর) রাত ৩টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
‘আমেরিকা ও তার এদেশিয় দালালদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোল, জমাবিহীন পেনশনের দাবীর লড়াই জোরদার করো, কৃষক খেতমজুর সহ সকল শ্রমজীবীদের ন্যায্য দাবী মানতে হবে’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নড়াইল-মাগুরার আঞ্চলিক কমিটির উদ্যোগে পথসভা অনুষ্ঠিত হয়েছে।