সৈয়দ সম্রাট আলী বিশেষ প্রতিনিধিঃ নড়াইলকন্ঠ : এলাকাবাসী জানায়, হোসেনপুর গ্রামের স্কুলছাত্রী লিছা প্রেমের টানে তাদের প্রতিবেশী কলেজছাত্র সাব্বীরের সঙ্গে কয়েকদফা পালিয়ে যায়। পরে গ্রাম্য শালিস মধ্যস্ততায় উভয়ের পরিবার তাদের সম্পর্ক মেনে নিতে সম্মত হলে সাব্বির ও লিসা বাড়ি ফিরে আসে। এভাবে লিছার পরিবার মেয়েকে ফিরে পেয়ে সাব্বিরের বিরুদ্ধে নড়াইল সদর থানায় তাদের মেয়েকে অপহরণ ও ধর্ষনের অভিযোগ এনে মিথ্যা মামলা দায়ের করে। মামলায় সাব্বিরের মা বাবকেও আসামী করা হয়।
এ মামলায় গতকাল রোববার(২৭ ফেব্রুয়ারি) পুলিশ ছাব্বিরকে গ্রেফতার করে জেলহাযতে পাঠিয়েছে। লিছা স্বেচ্ছায় ঘর ছেড়ে সাব্বিরের সঙ্গে পালালেও লিছার পরিবারর মেয়েকে অপহরণ ও ধর্ষনের বানোয়াট অভিযোগ এনে মামলা সাজানোয় স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষেভের সৃষ্টি হয়।
রবিবার মাইজপাড়া ইউনিয়নের হোসেনপুর ঈদগাহ মাঠে ঘন্টাব্যাপি স্থায়ী এ মানবন্ধনে নরীপুরুষ নির্বিশেষে সর্বস্তরের গ্রামবাসী অংশ নেয়।
বিক্ষুদ্ধ এলাকাবাসী ন্যাক্কারজনক এ ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে মানববন্ধন করে।
এসময় সকলে কলেজ ছাত্র ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের করা সড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করে ভূক্তভোগী পরিবারটিকে হয়রানী থেকে অব্যাহতির দাবি জানান।